ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ধোনির নজির ছুঁলেন ঈশান কিষান
অনলাইন ডেস্ক
ঈশান কিষান

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে খেলায় ফিরিয়েছেন ঈশান কিষান। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৮ রানের জুটি বেঁধেছেন তিনি। অর্ধশতরান করেছেন ঈশান। একটা সময় দেখে মনে হয়েছিল শতরানও হয়ে যাবে। কিন্তু ৮২ রান করে আউট হয়ে যান তিনি। শতরান না করতে পারলেও মহেন্দ্র সিংহ ধোনির নজির ছুঁয়েছেন ঈশান। ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে পর পর চার ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচেই অর্ধশতরান করেছিলেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল খেলায় ভারতের এশিয়া কাপের দলে সুযোগ পান তিনি। লোকেশ রাহুল পুরো সুস্থ না থাকায় প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠেও নামেন। দলকে চাপের মধ্যে থেকে বের করে আনেন ঈশান। করেন আরও একটি অর্ধশতরান।

ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে পর পর চারটি ওয়ানডে ম্যাচে অর্ধশতরান করার নজির ছিল ধোনির। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সেটি করে দেখালেন ঈশান। তার এই ইনিংসের পরে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাকে হয়তো বসিয়ে রাখার সাহস দেখাবে না ভারতীয় ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং। শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের দাপটে ৯.৫ ওভারে ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত। ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। ব্যাট করতে নামেন ঈশান। প্রথমে শুভমন গিলের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন তিনি। শুভমন আউট হওয়ার পরে হার্দিকের সঙ্গে জুটি বাঁধেন। এই জুটিই ভারতকে লড়াই করার জায়গায় নিয়ে যায়।

তবে গতকালের ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ভারত-পাকিস্তান। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর