ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুর্দান্ত প্রত্যাবর্তন, সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

প্রথম দুই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো কিউইরা। ফলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা টানতে পেরেছে টিম সাউদির নেতৃত্বাধীন দল। 

চতুর্থ ম্যাচে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে সিরিজ শেষ হয়েছে ২-২ ব্যবধানে।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ৮ উইকেটে ইংল্যান্ডের ১৭৫ রানের জবাবে ১৬ বল হাতে রেখে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করা মিচেল স্যান্টনার হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ১৭৫ রান করা জনি বেয়ারস্টো হয়েছেন সিরিজসেরা।

সিরিজের শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড  ১৭৫ রানের পুঁজি পায়। দলের হয়ে জনি বেয়ারস্টো ৪১ বলে ৭৩, ডেভিড মালান ২৬, লিয়াম লিভিংস্টোনের ২৬, উইল জ্যাকসের ১৬ ও রেহান আহমেদের ১১ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার বাদে ইশ সোধি ২টি ও ম্যাট হেনরি-রাচিন রাভিন্দ্র একটি করে উইকেট পান।

লক্ষ্য তাড়া করতে নেমে ফিন অ্যালেন ব্যক্তিগত ১৬ ও ড্যারেল মিচেল ১৪ রানে ফিরে গেলেও বড় ইনিংস খেলেন টিম সেইফার্ট। ৩২ বলে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। বাকিদের মধ্যে গ্লেন ফিলিপস ৪২, মার্ক চাপম্যান ৪০ ও রাভিন্দ্র ১৭ রান করেন। ফলে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল। 

ইংল্যান্ডের হয়ে রেহান ২টি ও লুক উড একটি উইকেট পান।   বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর