ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ব্যাটসম্যানদের উচিত ছিল ম্যাচটিকে টেনে নিয়ে যাওয়া’
অনলাইন ডেস্ক

লাহোরের উইকেট সাকিবদের কাছে বেশ পরিচিত। লিগ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এ মাঠেই খেলেছে। উইকেটের আচরণ শতভাগ বুঝে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন টাইগাররা। বিশ্বসেরা স্পিনার রশিদ খান, মুজিব উর রেহমানদের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তুলেছিল বাংলাদেশকে। আত্মবিশ্বাসী টাইগাররা স্বপ্ন নিয়ে গতকাল খেলতে নামেন পাকিস্তানের বিপক্ষে। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে দেখা গেল টাইগার ব্যাটিংয়ের সেই পুরনো চিত্র, ব্যাটিং ব্যর্থতা। নতুন বলে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে শতভাগ ব্যর্থ ব্যাটাররা। শুধু তাই নয়, বরাবরের মতো লেট অর্ডারের অসহায় আত্মসমর্পণ। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মুশফিকের জোড়া হাফসেঞ্চুরি এবং শতরানের জুটি সত্ত্বেও পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

লাহোরের ব্যাটিং উইকেটেও এমন হতাশাজনক ব্যাটিং কেন জানতে চাইলে সহকারী কোচ নিক পোথাসের ভাষ্য, ‘আমরা সম্ভবত প্রতিপক্ষের বোলিং আক্রমণের জন্য কাজটা সহজ করে তুলেছিলাম। এই গরমের মধ্যে ওদের সুযোগ দিয়ে গেছি। ব্যাটসম্যানদের উচিত ছিল ম্যাচটিকে টেনে নিয়ে যাওয়া। ভালো মানের বোলিং আক্রমণের বিপক্ষে খেলার ধরন ও রকমই হওয়া উচিত। এখানে আমাদের উন্নতির দরকার আছে।’

আগের ম্যাচে ভারতের ১০ উইকেটের সবকটাই গিয়েছে পাকিস্তানি পেসারদের দখলে। এই ম্যাচেও নয় উইকেট নিয়েছেন পেসাররাই। ম্যাচের আগে শাহীন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফদের নিয়ে ভয় ছিল, সেই ভয়টাই যেন পুরোপুরি বাস্তব হলো। শামীম পাটোয়ারি যদি ইফতেখারের বলে আউট না হতেন, তাহলে হয়ত এই এই ম্যাচেও দশ উইকেটের সবটা পেসাররাই পেতে পারত। 

পাকিস্তানের এমন বোলিং আক্রমণ সামলানোটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন মানছেন পোথাসও, ‘আমার মনে হয় না আমরা পাকিস্তানের বিপক্ষে খুব বেশি খেলি। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটি দলের বিপক্ষে খেলা খুব সহজও নয়। ওরা বিশ্বের এক নম্বর দল। এই মাঠের কন্ডিশনও বিশ্বের যেকোনো দলের চেয়ে ভালো জানা ওদের।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর