ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে ফ্রান্সের পাঁচে পাঁচ
অনলাইন ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে উড়ন্ত সূচনা পেয়েছে ফ্রান্স। এ নিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরাসিরা। গতকাল (বৃহস্পতিবার) রাতে পার্ক দে প্রিন্সেসে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে এমবাপ্পেরা। জয়সূচক গোল দু'টি করেন অরলিঁয়ে চুয়ামেনি ও মার্কাস থুরাম।

র‌্যাঙ্কিংয়ে যোজন দূরত্ব। দুই দলের পার্থক্যটা বেশ পরিষ্কার দেখা গেছে ম্যাচেও। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়েছে ফ্রান্স। যার ৫টি ছিল গোলমুখে। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল আইরিশরা।

ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্স থেকে কিলিয়ান এমবাপ্পের ব্যাকপাস পেয়ে জোরালো শট নেন চুয়ামেনি। দূরের পোস্ট দিয়ে সে বল জড়ায় জালে। লাফিয়েও বলের নাগাল পাননি আইরিশ গোলরক্ষক। গোল পেতে পারতেন এমবাপ্পে নিজেও। ৪৮ মিনিটে ডি-বক্স থেকে নেওয়া তার শটটি ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। বল পেয়ে যান থুরাম। তার শট ফেরাতে পারেনি আইরিশ ডিফেন্ডার বা গোলরক্ষক।

ম্যাচের বাকি সময় আধিপত্য করে খেলে ফরাসিরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তারা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর