ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে নাসিম শাহ
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পেসার নাসিম শাহ আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চোটের কারণে হয়তো পুরো বিশ্বকাপই খেলতে পারবেন না নাসিম।

ডান কাঁধের চোটে ভুগছেন নাসিম। স্ক্যান রিপোর্ট বলছে, চলতি বছরের পুরোটা সময়ই নাসিম শাহকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা দ্বিতীয়বার নাসিমের চোটের বিষয়টি খতিয়ে দেখতে চায়। নাসিম ২০২৪ সালের পাকিস্তান সুপার লিগও মিস করতে পারেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

ভারতরে বিপক্ষে এশিয়ার কাপের সুপার ফোরের ম্যাচের ৪৬তম ওভারে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নাসিম। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর