ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালেও বৃষ্টি হলে চ্যাম্পিয়ন কে?
অনলাইন ডেস্ক

এশিয়া কাপের অধিকাংশ ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়িয়েছিল সুপার ফোরের পাকিস্তান বনাম ভারতের ম্যাচটি। রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ৯৯ শতাংশ মেঘের আবরণ থাকার আশঙ্কা আছে।

এখন প্রশ্ন হলো, আজ এশিয়া কাপ ফাইনাল না হলে কী হবে! নিয়ম বলছে, অন্তত ২০ ওভার করে খেলা হতে হবে। তার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের বিজয়ী বেছে নেয়া হবে। তবে বৃষ্টিতে ম্যাচই যদি না হয়! সেক্ষত্রে নিয়ম কী?

ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রবিবার ফাইনাল না হলে সোমবার ফের খেলা হবে। সোমবারও যদি বৃষ্টির জন্য খেলা না হয় তা হলে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর