ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিরপুরের এমন উইকেট দেখে যা বললেন নিক পোথাস
অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। মিরপুরে প্রথমে ব্যাট করে সফরকারী নিউজিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। এরপর বৃষ্টিতে ভেস্তে যায়। গতকাল দফায় দফায় খেলা বন্ধ হয়। প্রথম দফায় একবার ম্যাচের দীর্ঘ কমিয়ে ৪২ ওভার করা হয়। তারপরও শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

যতক্ষণ খেলা হয়েছে, ততক্ষণে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলারদেরই। স্পষ্ট ছিল ব্যাটারদের ভুগতে থাকা। বল টার্ন করছিল, উইকেটও ছিল ধীরগতির। বিশ্বকাপে যেখানে রানবন্যা দেখা যাওয়ার কথা, সেখানে সপ্তাহখানেক আগে এমন উইকেটে খেলা কতটুকু আদর্শ? বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ হয়েও এমন উইকেট কেন? 

অনেকটা এমনই প্রশ্ন ছিল বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাসের কাছে। তিনি দিয়েছেন বৃষ্টির অযুহাত। এর মধ্যেই উইকেট তৈরি করায় গামিনি ডি সিলভাকে কৃতিত্বও দিয়েছেন পোথাস।

তিনি বলেন, ‘আমরা এই উইকেটকে মূল্যায়ন করতে পারছি না সব ব্যাপার মাথায় রাখলে। তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এই পিচ সর্বোচ্চ দুই ঘণ্টা ছিল সূর্যের আলোর নিচে। আমরা কি প্রত্যাশা করতে পারি? এটা বেঁচে থাকা বস্তু। গামিনি মিরাকল ঘটাতে পারবে  না। আমার মনে হয় সে এই সময়ের মধ্যে ভালো কাজ করেছে।’

১৬ রানে নিউজিল্যান্ড হারিয়েছিল দুই উইকেট। পরে অবশ্য তারা ঘুরে দাঁড়ায় উইল ইয়ং ও হেনরি নিকোলসের ৯৭ রানের জুটিতে। কিন্তু সেটি ভাঙতেই আবার অল্প সময়ে তিন উইকেট হারিয়ে ফেলে কিউইরা। মাঝের ওভারগুলোতে পিচ ধীরগতির হয়ে গিয়েছিল বলে মনে করেন ফার্গুসন।

তিনি বলেন, ‘সম্ভবত হ্যাঁ। আমার মনে হয় মুস্তাফিজ ভালো বল করেছে, নতুন বলে সিমটা ভালো হিট করেছে। বল একটু পুরোনো হওয়ার সঙ্গে ধীরগতিরও হয়ে গেছে। ফিল্ডাররাও মনে হয় সেটাই চেষ্টা করেছে। হয়তো একটু ধীরগতির দেখানোর চেষ্টা করেছে কিন্তু সম্ভবত এটা আমার জন্য কঠিন ব্যাট না করে এই বিচারটা করা। তবে আজকের ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’

‘বৃষ্টি যেখানে বাগড়া দেয়, সেখানে সবসময়ই হতাশা থাকে। কিন্তু একই সঙ্গে, এখান থেকে কিছু ইতিবাচক দিক নেওয়ার আছে, যেহেতু এখানে প্রথমবার এলাম। আমার মনে হয় হেনরি ও ইয়াং খুব ভালো ব্যাট করেছে, অবশ্যই চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল তাদের জন্য।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর