ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিপিএলসহ দেশের সব লিগেই নির্বাসিত নাসির
অনলাইন ডেস্ক

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে এনেছে দুর্নীতির অভিযোগ এনেছে। আর সে কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আগামী আসরে খেলা হচ্ছে না বিভিন্ন কারণে সমালোচিত এই ক্রিকেটোরের। 

বিপিএলের সবশেষ আসরে নাসির বেশ ভালো খেলেছিলেন। ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে রান করেছিলেন ৩৬৬। বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট। 

কেবল বিপিএল নয় আইসিসির অভিযোগ থেকে মুক্ত না হলে দেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলতে পারবেন না নাসির। বিসিবি সূত্র বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতিতে জড়ান নাসির। ২০২১ সালের টুর্নামেন্ট নিয়ে নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ তোলে আইসিসি।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর