ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিজের দুঃখের গল্প শোনালেন হারিস রউফ
অনলাইন ডেস্ক

জীবনের এই পর্যন্ত আসতে অনেক উত্থানপতনের সাক্ষী হতে হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিজের সেই লড়াকু জীবনের গল্পই গণমাধ্যমকে শুনিয়েছেন হারিস। 

জানিয়েছেন, নিজের পড়ালেখার খরচ চালাতে একটা সময় অর্থ আয়ের জন্য চানাচুরও বিক্রি করতে হয়েছিল তাকে।

শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল রউফের। টেপ-বল ক্রিকেট খেলে তিনি বিশ্ববিদ্যালয়ের খরচ চালানোর পাশাপাশি মাকেও আর্থিকভাবে সহায়তা করতেন। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ডকুমেন্টারি 'দ্য ইনক্রেডিবল রাইজ অব হারিস রউফ'-এ এই পাকিস্তানি ক্রিকেটার জানান, পড়ালেখার খরচ জোগাতে প্রতি রবিবার তিনি বাজারে নিমকো বিক্রি করতেন। সপ্তাহের বাকিদিন আমি স্কুল ও একাডেমিতে যেতাম।

রউফ বলেন, 'যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার খরচ বহন করার মতো অর্থ বাবা উপার্জন করতেন না। এমনকি নিমকো বিক্রি করে আমিও পারছিলাম না। টেপ-বল ক্রিকেট খেলে আমি খুব সহজেই পড়ালেখার খরচ জোগাড় করতাম।'

টেপ-বল ক্রিকেট খেলে মাসে সোয়া দুই লাখ রুপিও আয় করেছিলেন রউফ, 'পাকিস্তানে যারা পেশাদারভাবে টেপ-বল ক্রিকেট খেলে, প্রতি মাসে সহজেই দুই থেকে সোয়া দুই লাখ আয় করতে পারে। আমিও তেমন আয় করতাম এবং আমার মাকে দিতাম, বাবাকে জানাতাম না।'

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর