ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোহলির জনপ্রিয়তায় অলিম্পিকে ১২৮ বছর পর ফিরল ক্রিকেট!
অনলাইন ডেস্ক

এবার ‌‌১২৮ বছর পর অলিম্পিক গেমসে যুক্ত হতে চলেছে ক্রিকেট। গতকাল সোমবারই সেই খবর জানা যায়। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে থাকছে ক্রিকেট।

আর অলিম্পিকে ক্রিকেট ফেরার নেপথ্যে আছেন নাকি ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তার জনপ্রিয়তাই নাকি এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটির স্পোর্টস ডিরেক্টর নিকোলো কামপ্রিয়ানি বলেছেন, আমার বন্ধু কোহলির সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৪ কোটি ফলোয়ার রয়েছে। লেব্রন জেমস (এনবিএ বাস্কেটবল তারকা), টম ব্র্যাডি (আমেরিকার ফুটবলের তারকা) এবং টাইগার উডসের (গলফ তারকা) সম্মিলিত অনুসরণকারীর সংখ্যার চেয়ে যা বেশি। লস অ্যাঞ্জেলেস কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এবং গোটা বিশ্বের ক্রিকেট সম্প্রদায়ের কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত। গোটা বিশ্বে ক্রিকেট দেখানো হবে। প্রথাগত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বাইরেও এই খেলা ছড়িয়ে পড়বে। সাধারণ সমর্থকেরা দলে দলে এই খেলা দেখতে এগিয়ে আসবেন। '   অলিম্পিকে মূলত টি-টোয়েন্টি ক্রিকেটকেই রাখার প্রস্তাব করা হয়েছে। পুরুষ ও নারী ক্রিকেট দলের র‍্যাংকিংয়ের শীর্ষ ছয় দল অংশ নেবে সেখানে।  

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর