ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সাকিবের ব্যথা কমে এসেছে’
অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান (ফাইল ছবি)

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই ফিরে আসেন দেশে।

সাকিবের সেই চোটের দুই সপ্তাহ হয়ে গেছে। আরও এক সপ্তাহ পর তার ইনজুরির বিষয়ে আপডেট জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছেন সাকিবের ব্যথা কমে এসেছে।

তিনি বলেন, ‘সাকিবের চোটের ২ সপ্তাহের বেশি হতে চললো। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা আঘাতের ৩ সপ্তাহের সময় একটি চেক এক্স-রে করবো। এরপর আমরা আপনাদের অবহিত করতে পারব। এখন সাকিবের ব্যথা কমে এসেছে। তবে এমন ক্ষেত্রে ৩ সপ্তাহ পর চেক করতে হয়। রিভিউ করতে হয়। সেটাই আমরা করবো। এক্স-রে করে, রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবো।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর