ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাহমুদুল্লাহর চোটের সর্বশেষ অবস্থা কী?
অনলাইন ডেস্ক
মাহমুদুল্লাহ রিয়াদ

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হাতে ব্যান্ডেজ নিয়েই ঢাকা ফিরেছিলেন টাইগার এই ক্রিকেটার। চোটের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অনিশ্চিত মাহমুদুল্লাহ।

তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে গতকাল মিরপুরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, 'মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পায়। সেটার গুরুত্ব বিবেচনা করে আমরা দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি।'

'আপাতত ৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে। প্রথম ২ সপ্তাহে পুরো বিশ্রামে রাখব আমরা। এরপরে সে ফিজিওথেরাপি শুরু করবে। বর্তমানে সে ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা ২-৩ সপ্তাহ পরপর রিভিউ করব এবং এরপর নির্দেশনা জানানো হবে।'- যোগ করেন দেবাশীষ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর