ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সততার উদাহরণ দেখিয়ে প্রশংসায় ভাসছেন রোনালদো
অনলাইন ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর সততা দেখানোর ম্যাচে আল নাসরের সঙ্গী হয়েছে হতাশা। এএফসি চ্যাম্পিয়নস লিগে পেরসেপোলিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে আল নাসরের কাছে। ডি বক্সের মধ্যে রোনালদো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় তারা। যদিও প্রতিপক্ষের ফুটবলাররা রেফারির কাছে আকুতি জানান এটি ফাউল ছিল না। পরে তাদের সঙ্গে যোগ দেন রোনালদোও। তিনিও আঙুল নাড়িয়ে ইশারা করেন এটি কোনোভাবেই পেনাল্টি নয়। ভিএআর দেখে এরপর সিদ্ধান্ত বদলান রেফারি।

এমন দৃশ্য বেশ আলোড়নই সৃষ্টি করেছে। সততার উদাহরণ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন রোনালদো। রেফারির আগের সিদ্ধান্ত মেনে নিলে হয়তো স্পটকিক থেকে তিনিই শটটি নিতেন। হয়তো গোলও পেয়ে যেতেন। কিন্তু এমন কিছুই করলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

অবশ্য ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় আল নাসরকে। কেননা ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আলী লাজামি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর