ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আরও বিশ্রাম চেয়েছেন কোহলি
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ মিশন শেষ করেই ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমে পড়ে ভারত। যদিও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামিসহ অধিকাংশ ক্রিকেটারকে। পাঁচ ম্যাচে এই টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। কিন্তু এই সিরিজেও বিশ্রাম চেয়েছেন কোহলি। 

তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবেন না। ডিসেম্বর মাসের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে তিনি কেবল দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলবেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না খেলার ব্যাপারে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন কোহলি। চেয়েছেন ছুটিও। অর্থাৎ তিনি সাদা বলের ক্রিকেট থেকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে চান।

বিশ্বকাপে কোহলি রেকর্ড ৭৬৫ রান করেন। অন্যদিকে রোহিত বিশ্বকাপে ক্যারিয়ারের রেকর্ড ৫০তম ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েন। দুর্দান্ত খেলে ফাইনালে আসলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের তৃতীয় শিরোপা জয় হাতছাড়া হয়। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর