সিলেট টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত রকমভাবে নিউজিল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি কোনো কিউই ব্যাটার। চতুর্থ দিন শেষে ৩৩২ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড সংগ্রহ করতে পেরেছে ১১৩ রান। খোয়া গেছে ৭ উইকেট। জয়ের জন্য এখনও ব্ল্যাক ক্যাপসদের চাই ২১৯ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা থামে ৩১০ রানে। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭ রানে লিড নিতে পেরেছিল কিউইরা। তুলেছিল ৩১৭ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে টাইগার বোলারদের মোকাবেলায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে কিউইদের ব্যাটিং শিবির। একমাত্র ডেরিল মিচেল ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। কিউইদের প্রথম চার ব্যাটারের মধ্যে ২০ রানের ঘর ডিঙাতে পেরেছেন কেবল হেনরি নিকোলস। তিনি করেন ২২ রান।
আর মিচেলের পরের বাকি তিন ব্যাটারের মধ্যে একজন কেবল ১০ রানের ঘর ছুঁতে পেরেছেন। গ্লেন ফিলিপস করেছেন ২৬ বলে ১২ রান। কেবল পাঁচে নামা মিচেল একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন। চতুর্থ দিন শেষে কিউইদের হাতে আছে মাত্র ৩ উইকেট
বিডি প্রতিদিন/নাজমুল