ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আশা হারাচ্ছে না কিউইরা
অনলাইন ডেস্ক

ইতিহাস গড়ার চেয়ে মাত্র তিন কদম দূরে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ঐতিহাসিক জয় পেতে টাইগারদের দরকার ৩ উইকেট। এরপরই বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এখনো আশা হারাচ্ছে না কিউইরা।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে ৩৩২ রান তাড়ায় নেমে শুক্রবার (১ ডিসেম্বর) চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৩ রান। শেষ দিন জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান। হাতে আছে কেবল ৩ উইকেট। টাইগার বোলারদের মোকাবিলায় জাত ব্যাটারদের মধ্যে কেবল ড্যারিল মিচেলই আছেন ক্রিজে। ৮৬ বলে ৪৪ রানে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দেবেন বোলার ইশ সোধি। ২৪ বলে ৭ রানে অপরাজিত এ বোলার ভালো ব্যাটও করতে পারেন। ২৭ ইনিংসে ৪ ফিফটি সে বার্তাই দেয়।

শেষ দিনে এ দু'জনের ওপর ভরসা রাখছে কিউইরা। যদিও আগের দিন মাত্র দেড় সেশনেই তাইজুল, নাঈম, মিরাজদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ৭ উইকেট হারিয়েছিল তারা।   চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা অ্যাজাজ প্যাটেল আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘আরও কিছু ব্যাটিং বাকি আছে। ডাজলার (ড্যারেল মিচেল) এখনো আছে, যে কিনা আজ খুব ভালো ব্যাট করেছে। আমরা জানি ইশ ব্যাট হাতে কতটা ভালো। আমার মনে হয় পুরোটা সময় লড়াই চালিয়ে যাব। কাল খুব আকর্ষণীয় দিন হতে যাচ্ছে। আমরা ঘুরে দাঁড়িয়ে লড়াই চালাব, দেখা যাক কী হয়।’   বাংলাদেশি স্পিনারদের প্রশংসা করে অ্যাজাজ বলেন, ‘এটা খারাপ উইকেট না। আমার মনে হয় তাদের বোলাররা শৃঙ্খলা মেনে বল করেছে, ভালো জায়গায় বল ফেলেছে। আমাদেরকে কঠিন প্রশ্নের মধ্যে ফেলেছে লম্বা সময় ধরে। উপমহাদেশে স্পিন খেলা সব সময় চ্যালেঞ্জের।’   নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩৩৮ রানে। এর আগে প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল শান্ত বাহিনী। জবাবে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৭ সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর