বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভরাডুবির পর এবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কিউইরা। তবে সফরকারীদের লক্ষ্যটা ছোট হওয়ায় স্বস্তিতে নেই বাংলাদেশও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলটির স্কোরবোর্ডে তখন উঠেছে মাত্র ৫ রান। এরপর নিয়মিত বিরতিতে আরও ৪ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
কোনোমতে দুই অঙ্ক ছুঁতে পারা কেন উইলিয়ায়মসন (১১) বিদায় নিয়েছেন তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে। এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারের বলে লেগ বিফোর হন হেনরি নিকোলস (৩)। কয়েক ওভার বিরতিতে ফের আঘাত হানেন মিরাজ। এবার তার বল সেট ব্যাটার টম ল্যাথামের (২৬) ব্যাটের কানায় ছুঁয়ে জমা হয় স্লিপে থাকা নাজমুল শান্তর হাতে। এরপর তাইজুলের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে ২ রানে বিদায় নেন টম ব্লান্ডেল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ