ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে ‌‌‘নিধিরাম সর্দার’ রূপে মাঠে নামলেন হারিস রউফ
অনলাইন ডেস্ক

ঘটনাটি বিগ ব্যাশের। অস্ট্রেলিয়ার এই লিগ খেলতে যাওয়া নিয়েই ওয়াহাব রিয়াজের সাথে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ।

হারিস রউফের কাণ্ডে অনেকেরই চোখ ছানাবড়া হয়েছে। ব্যাট করতে নেমেছেন রউফ। অথচ তার মাথায় হেলমেট নেই, হাতে নেই গ্লাভসও! এমনকি, প্যাডও পরেননি পাকিস্তানের এই ক্রিকেটার। শুধুমাত্র ব্যাট হাতেই নেমে পড়েছেন তিনি। রউফের এই কাণ্ড দেখে হেসে ফেলেন তার সতীর্থরাও!

মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডারের খেলা চলছিল। মেলবোর্নের হয়ে খেলছিলেন রউফ। ইনিংসে শেষ ওভারের শেষ বলের আগে উইকেট পড়ে। ফলে শেষ বল খেলার জন্য নামতে হয় রউফকে। তাও নন-স্ট্রাইকিং প্রান্তে। সে কারণেই প্রথমে শুধু ব্যাট নিয়ে নামতে যাচ্ছিলেন রউফ। পরে সতীর্থদের কথায় হেলমেট ও গ্লাভস সঙ্গে নেন। কিন্তু প্যাড পরেননি। সে অবস্থাতেই মাঠে নেমে ক্রিজে দাঁড়িয়ে পড়েন। সেখানে গিয়ে তিনি গ্লাভস ও হেলমেট পরেন। রউফ হয়তো ভেবেছিলেন শেষ বলটি স্ট্রাইকিং প্রান্তে থাকা তার সতীর্থ খেলে দেবেন। তাকে আর ব্যাট করতে হবে না। সেই কারণে প্যাড পরেননি তিনি। শেষ বল তাঁকে খেলতেও হয়নি। কারণ, সেই বলেই উইকেট পড়ে স্টার্সের।

আবার অনেকে বলছেন টাইমড আউট হওয়ার ভয়েই ঢাল-তলোয়ার ছাড়া রণাঙ্গণে নেমে যান রউফ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর