ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শান্তর আট রানের আক্ষেপ!
অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)

ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালে বাংলাদেশের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দেশের হয়ে চলতি বছর সবচেয়ে বেশি রান করেছেন তিনি। তবুও রয়ে গেছে সামান্য আক্ষেপ! আর মাত্র আট রান করতে পারলে নাম লেখাতেন এক বছরে ওয়ানডেতে হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশির তালিকায়।

বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে এক বছরে এক হাজারের বেশি রান করেছেন একজনই। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে এসেছিল ১০৩৩ রান। ২৮ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে হাজার রান স্পর্শ করেন তিনি। এরপর কেটেছে ১৭ বছর। দীর্ঘ এই সময়ে কোনো বাংলাদেশি ব্যাটার ওয়ানডেতে এক বছরে হাজার রানের ঘরে প্রবেশ করতে পারেননি।

এ বছর শান্ত গিয়েছেন খুব কাছাকাছি। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে শনিবার (২৩ ডিসেম্বর) প্রথম জয় পায় বাংলাদেশ। ম্যাচে ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক শান্ত। এ বছর বাংলাদেশের শেষ ওয়ানডে ছিল এটি। শান্তকেও তাই থামতে হয়েছে হাজার থেকে আট রান দূরে। চলতি বছর ২৭ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ৯৯২ রান। এক বছরে যেটি বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর