ঢাকা, রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

শান্তকে যে পরামর্শ দিলেন রাজ্জাক
অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। এজন্য বাহবা পাচ্ছেন অনেকের কাছে থেকেই।

বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকও প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত এই অধিনায়কের। একইসঙ্গে শান্তকে ‘স্রোতে ভেসে না যাওয়ার’ পরামর্শও দিয়েছেন তিনি।

গণমাধ্যমে রাজ্জাক বলেন, ‘শান্ত বেশ কনফিডেন্ট মানুষ। বিষয়টা ব্যাখ্যা করতে একটু আগে (অতীতে) যাওয়া লাগে, একটা সময় ছিল যখন বলা হতো শান্ত কোন বেসিসে দলে খেলে। এসব জিনিস নিয়েই মানুষ বড় হয়, যেমন সোনা পোড়ালে খাঁটি হয় তো আমার কাছে মনে হয় ও খাঁটি হয়েই আসছে। ওর প্রতি আমার একটাই মেসেজ থাকবে ও যেন এই স্রোতে ভেসে না যায়।’

উল্লেখ্য, শনিবার নেপিয়ারে দাপুটে জয়ে নতুন করে ইতিহাস লিখল টাইগাররা। ওইদিন আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে বাংলাদেশ জয় পেয়ে যায় অতি সহজে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর