ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ নিয়ে যা বললেন হাথুরু
অনলাইন ডেস্ক

সাফল্য-ব্যর্থতায় মোড়ানো একটি বছর পার করলো বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা ২০২৩ সালে হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। বছরের শেষে ভালো কিছু করার স্বপ্ন দেখালেও শেষ ম্যাচটা বৃষ্টি আইনে হার দিয়ে ২০২৩ সালকে বিদায় জানিয়েছে টাইগাররা।

তবে বিশ্বকাপ ব্যর্থতার পর নজর কেড়েছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে টাইগারদের নিউজিল্যান্ড সফরটা। বিশেষ করে শান্তর দল নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ জিতেছে। 

এমন জয়েরে পর আবারও আলোচনায় অধিনায়ক হিসেবে শান্তকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কেমন হতে পারে। এ নিয়ে এবার নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘এই সিরিজে তারা (বাংলাদেশ) দেখিয়েছে যে তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব, যা অসাধারণ ছিল। টেকটিক্যালি স্পট অন ছিল সে। ক্রিকেটারদের সঙ্গে বার্তায়ও তাকে খুব পরিষ্কার দেখা গেছে। সতীর্থদের স্পষ্ট করে বলেছে কার কাছে কী চায়।’

অধিনায়ক শান্ত’র ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে, তাকে সিরিয়াসলি নেওয়ার।’

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও, ব্যাটিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। যদিও এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন টাইগার কোচ, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।’

হাথুরু আরও বলেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা যথেষ্ট ভালো প্লেয়ার। আমার মনে হয় সিরিজে তাদের মনে কোনো ভয় ছিল না। সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি, আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর