ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজের বোলিং তোপে ৫৫ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ৫৫ রানেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৯ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে একাই ৬টি উইকেট শিকার করেছেন তিনি। ৩টি নিয়েছেন মেডেন ওভার। সিরাজের পেসে ধসে গেছে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।

বুধবার কেপটাউনে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারে সিরাজের বল স্লিপে যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম। দলীয় পাঁচ রানে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের শুরু সেখান থেকেই।

এরপর ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফিরেন। মার্করাম, এলগার, টনি ডি জর্জি ও স্টাবস-দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের সবাই ফিরেছেন এক অঙ্কে। কেউই ৫ রানও ছুঁতে পারেননি।

পঞ্চম উইকেটে কাইল ভেরাইনি ও ডেভিড বেডিংহাম যোগ করেন ১৯ রান। ইনিংসে সর্বোচ্চ জুটি হয়ে থেকেছে সেটিই। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন কাইল ভেরাইনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন ডেভিড বেডিংহাম।

ভারতের হয়ে বাকি চারটির মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ এবং মুকেশ কুমার।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর