ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সম্ভাবনা জাগিয়েও হার পাকিস্তানের
অনলাইন ডেস্ক

জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। রান তাড়ায় নামা পাকিস্তানকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শুক্রবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কেন উইলিয়ামসন আর ড্যারিল মিচেলের জোড়া হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা। উইলিয়ামসন ৫৭ রান আর মিচেল খেলেন ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর আব্বাস আফ্রিদি নেন ৩টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে ১৫ ওভার পর্যন্ত ঠিকই ম্যাচে ছিল পাকিস্তান। ১৫ ওভারে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেট ১৫৯। অর্থাৎ বাকি ৩০ বলে তাদের প্রয়োজন ছিল ৬৮ রান। সেখান থেকে পাকিস্তান ১৮ বলের মধ্যে ২১ রানেই হারিয়েছে অবশিষ্ট ৬ উইকেট। শেষ পর্যন্ত ৪৬ রানে হেরেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৫৭ রান করেছেন বাবর আজম।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর