ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেনজেমার রিয়ালে ফেরার গুঞ্জনে যা বললেন আনচেলত্তি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

একটু একটু করে স্প্যানিশ ফুটবলে গুঞ্জন ডানা মেলতে শুরু করেছে সৌদি আরব থেকে করিম বেনজেমাকে রিয়াল মাদ্রিদে ফেরাতে চান কার্লো আনচেলত্তি। এজন্য ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে নাকি আলোচনাও করেছেন রিয়াল মাদ্রিদ কোচ। তবে চাউর হওয়া এই খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন আনচেলত্তি।

সাফল্যে মোড়ানো ১৪টি বছর কাটিয়ে গত গ্রীষ্মে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। মরুদেশে নতুন চ্যালেঞ্জে গিয়ে এখনও ঠিকঠাক থিতু হতে পারেননি বেনজেমা। কিছুদিন ধরে শোনা যাচ্ছে, ফরাসি ফরোয়ার্ড ফিরতে চান ইউরোপের ফুটবলের চেনা আঙিনায়।

এর ভিত্তিতেই গণমাধ্যমে খবর আসে, সাবেক শিষ্যকে ফেরাতে চান রিয়াল কোচ। সম্প্রতি এ বিষয়ে নিয়ে ওঠা প্রশ্নে আনচেলত্তি এক বাক্যে উড়িয়ে দিলেন সব গুঞ্জন। তিনি জানান, “এটা একটা মিথ্যা। ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা এ বিষয়ে কথাই বলিনি।”

ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল নাস্‌রে যোগ দেওয়ার পর নেইমার, বেনজেমা, জর্ডান হেন্ডারসনসহ আরও অনেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছেড়ে আল-ইত্তিফাকে যোগ দেওয়া হেন্ডারসন অবশ্য ছয় মাসও টিকতে পারেননি সৌদি আরবে। কদিন আগে তিনি যোগ দেন নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স আমর্স্টারডামে।

সৌদি আরবের আবহাওয়া, সংস্কৃতিসহ নানা কারণে ইউরোপ থেকে যাওয়া ফুটবলারদের অনেকে সেখানে ঠিকঠাক মানিয়ে নিতে পারছেন না, অনেকে ভালো নেই বলে সম্প্রতি অনেক খবরই চাউর হচ্ছে। সেই ধারাবাহিকতায় গুঞ্জন বেনজেমাকে নিয়েও।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর