ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই নাটকীয়তা। আজ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২২ শটের টাইব্রেকার ১১-১১ সমতায় থাকার পর টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি। 

এই ফল নিয়ে অবশ্য নাখোশ ছিলেন বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ ৯০ মিনিটের লড়াই শেষে কয়েন টসের মাধ্যমে ফল দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ। 

একপর্যায়ে ম্যাচ কমিশনার জানান, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যার মানে, ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এরপর ভারত দল মাঠ ছেড়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর