ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যেভাবে ‘অধিনায়ক’ হলেন শাহিন আফ্রিদি
অনলাইন ডেস্ক
শাহিন আফ্রিদি

পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি। অধিনায়ক হিসেবে তিনি আদর্শ মানেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে। একইসঙ্গে শাহিন কথা বলেছেন সম্প্রতি পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সতীর্থ হারিস রউফকে নিয়েও।

ইএসপিএন ক্রিকইনফোকে শাহিন জানান, ‘বয়সভিত্তিক কোনো দলে আমি অধিনায়কত্ব করিনি, হয়তো কেবল একবার অনূর্ধ্ব-১৯ দলে করা হয়েছিল। আমার কখনোই নেতৃত্বের আগ্রহ ছিল না। কিন্তু ২০২১ সালে সেই ধারণা পাল্টে যায়। আমি সামিন ভাই ও আকিব জাভেদের সঙ্গে একবার প্রধানমন্ত্রী (ইমরান খান) কার্যালয়ে বসেছিলাম। তখন ইমরান খান আমার ওপর নেতৃত্বভার দিতে বলেন।’

শাহিন আরও জানান, ‘এটা নিশ্চিত আপনি কখনোই ইমরান ভাইকে ‘‘না’’ বলতে পারবেন না। এরপর আমি লাহোরের সহ-অধিনায়ক থেকে অধিনায়ক হই। ২০২২ সালে আমরা শিরোপা জয়ের পর আমার ওপর আস্থা রাখার জন্য আমি ইমরান ভাইকে কৃতজ্ঞতা জানাই। তিনি বলেছিলেন— ‘‘বেশিরভাগ বড় পেসাররা দলকে নেতৃত্ব দিয়ে আসছে, কারণ তারা ফিল্ড সেটআপের বিষয় অনেক ভালো বুঝে। তারা জানে কখন কী করতে হবে, তার কাছ থেকে পাওয়া সেসব পরামর্শ আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং এজন্য আমি তাকে পুরো কৃতজ্ঞতা দিতে চাই।’

এদিকে, গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় চুক্তি থেকে পাক পেসার হারিস রউফকে বাতিলের ঘোষণা দেয় পিসিবি। এ নিয়ে হারিসের সতীর্থ শাহিন আফ্রিদি বলছেন, ‘হারিস মানসিকভাবে অনেক শক্তিশালী এবং আশা করি বিষয়টি তার ওপর সেভাবে প্রভাব ফেলবে না। পিসিবির সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই, তবে আশা করি এই সময়টা তাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত নয় বলে বুঝতে পারবে। হারিস ভালো আছে, সে সবসময় পাকিস্তানের জন্য খেলতে প্রস্তুত।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর