ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির যে রেকর্ড ভাঙলেন রোনালদো
অনলাইন ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো

নতুন বছরে গোলের ধারায় ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার গোলে জয় তুলে নিয়েছিল আল নাসর। এবার সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষেও দলকে জয় এনে দিলেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই সঙ্গে লিওনেল মেসির একটি রেকর্ডও ভেঙেছেন তিনি।

এ মৌসুমে রোনালদোর গোলসংখ্যা এখন পর্যন্ত ২১টি। সবমিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮৭৫তম গোল। ৩৯ বছর বয়সী রোনালদো গোলটি করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন। নন-পেনাল্টি গোলের সংখ্যায় আটবারের ব্যালন ডি'অর জয়ীকে পেছনে ফেলেছেন রোনালদো।  

এখন পর্যন্ত মেসির চেয়ে ৫০টি গোল বেশি করেছেন রোনালদো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলসংখ্যা ৮২১টি। তবে শনিবার পর্যন্ত নন-পেনাল্টি গোলের হিসাবে দু'জনেই ছিলেন সমতায় (৭১৩ গোল)। আল নাসরকে জিতিয়ে সেই সংখ্যায় মেসিকে ছাড়িয়ে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।  

পেনাল্টি শুট আউট ছাড়া শুধু স্পট-কিক থেকে এখন পর্যন্ত ১০৮টি গোল করেছেন মেসি। তুলনায় রোনালদো বেশ এগিয়ে। স্পট-কিক থেকে তার গোল ১৬১টি। অর্থাৎ পেনাল্টি এবং নন-পেনাল্টি, দুই দিক থেকেই গোলসংখ্যায় এগিয়ে রোনালদো।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর