ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রথমবারের মতো বিদেশি কোচ বেছে নিলো সুইডেন
অনলাইন ডেস্ক
ইয়ন ডেল টমাসন

২০২৪ ইউরোর বাছাইয়ে আটকে যাওয়া সুইডেন প্রথমবারের মতো বেছে নিয়েছে বিদেশি কোচ। সাবেক ডেনিশ স্ট্রাইকার ইয়ন ডেল টমাসনকে নিয়োগ দিয়েছে তারা।

এবারই প্রথম কোনো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন টমাসন। তার সঙ্গে সুইডেনের চুক্তি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ৪৮ দলের মূল পর্বে সুইডেনকে নিতে পারলে তার চুক্তির মেয়াদ বেড়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। 

সুইডেন ফুটবল অ‍্যাসোসিয়েশন সোমবার কোচ হিসেবে টমাসনের নিয়োগের কথা জানায়। কিছুদিন আগে ইংল‍্যান্ডের দ্বিতীয় স্তরের দল ব্ল‍্যাকবার্ন রোভার্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪৭ বছর বয়সী সাবেক ফুটবলার। 

টমাসন জানান, “সমর্থক, খেলোয়াড় ও সুইডেনের গণমাধ‍্যমের সঙ্গে মিলিত হওয়ার জন‍্য এবং এই অসাধারণ অভিযান শুরু করার জন‍্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি নীল ও হলুদ নিয়ে চিন্তা করতে, বলতে ও স্বপ্ন দেখতে সক্ষম হব।” 

ডেনমার্কের হয়ে ১১২ ম‍্যাচ খেলা টমাসন এলেন ইয়ান আন্দেরসনের জায়গায়। ইউরো ২০২৪ এর বাছাইয়ে নিজেদের গ্রুপে সুইডেন তৃতীয় হলে ৭ বছরের চাকরির ইতি টেনে সরে দাঁড়ান তিনি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর