ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চার বছরের জন্য নিষিদ্ধ পগবা
অনলাইন ডেস্ক

ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছেন ফ্রান্সের ফুটবলার পল পগবা। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা এই ফরাসি মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ৩০ বছর বয়সী পগবাকে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল। ডোপিং-বিরোধী প্রসিকিউটর অফিস সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞার অনুরোধ করেছিল। তবে এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে পগবা আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে গত বছরের ২০ আগস্ট সিরি আ-তে উদিনেজের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর পগবার নমুনা পরীক্ষা করা হয়। সেই টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয়বার টেস্টেও রিপোর্টও পজিটিভ আসে।

উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে ফেরেন পগবা। তারপর থেকে একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। আর এবার খেলেন বড় ধাক্কা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর