ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিপিএল ফাইনাল: এমন হারের কারণ জানালেন কুমিল্লার কোচ
অনলাইন ডেস্ক
মোহাম্মদ সালাউদ্দিন

বিপিএলের ফাইনালে আগে চারবার খেলে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু এবার তাদের সেই সাম্রাজ্য ভেঙে দিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে বরিশালের কাছে কুমিল্লা হেরেছে ৬ উইকেটে। 

প্রতিবারই কুমিল্লার জন্য ত্রাতা হন বিদেশিরা। আন্দ্রে রাসেল-মঈন আলি-সুনীল নারিন-জনাথন চার্লসদের মতো বিদেশিরা প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে ফাইনাল হারের পর জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের বিদেশিরা হয়তো সেভাবে পারফর্ম করতে পারেনি, যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম সবসময় যা হয়। তবে এমন হতেই পারে। এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতেও পারব। আমাদের সঠিক জায়গায় যথাযথ ক্রিকেটার ভালো খেললে হয়তো আরও ভালো ফল পেতাম।’

‘দুইটা পাওয়ার প্লেতে আমরা ভালো খেলিনি। সেখান থেকে আমরা আর ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারিনি। ফাইনাল ম্যাচে তো আপনাকে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিপক্ষকে আমরা যে চাপে রাখব, সেটা করতে পারিনি। আমরা নিজেরাই হয়তো পুরো ম্যাচে চাপে ছিলাম। সেখান থেকে আমরা বের হতে পারিনি। পাওয়ার প্লে দুইটায় ভালো না খেলায়ই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর