ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌম্যর ‘বিতর্কিত’ নটআউট: আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে যাওয়া টাইগার ওপেনার সৌম্য সরকারের নটআউট দেওয়া নিয়ে আলোচনা এখনও থামেনি। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ দিয়েছে লঙ্কানরা। সেই বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে দলটি। 

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি। সঙ্গে ছিলেন ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদাও। সৌম্য’র আউটের সিদ্ধান্ত বদল ও আল্ট্রাএজ বিতর্কের প্রসঙ্গে কথা বলেন এই লঙ্কান ম্যানেজার। 

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না। আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়া দরকার, নেবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ওই পর্ব শেষ, আইসিসিকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। এমন হতে পারে যে, তারা এটা নিয়ে আমাদের কাছে আর জিজ্ঞেসও করবে না, কিন্তু অন্তত পর্যালোচনা তো করবে। আমাদের দিক থেকে যা করার, তা করা হয়ে গেছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর