ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে সিদ্ধান্ত বাবর আজম এখনও মানতে পারছেন না
অনলাইন ডেস্ক

ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে বেশ ভালোই করছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। তবে এই ব্যাটারকে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন নম্বর পজিশনে খেলানো হয়েছে। তবে তখনই এই সিদ্ধান্তে খুশি থাকতে পারেননি বাবর। 

এবার বাবর সরাসরি নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

পরিসংখ্যানে দেখা যায় ওপেনিং পজিশনে ৭৭ ইনিং খেলে ২৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর। এখানে তার গড় প্রায় ৪০। আর স্ট্রাইক রেট ১৩০.৫২। 

আর মোহাম্মদ রিজওয়ানের সাথে তার জুটিও ভিন্ন মাত্রা পায়। 

চলতি মৌসুমে পিএসএলে পেশোয়ার জালমিতে খেলছেন বাবর। এই আসরে ওপেনিং করে ৯ ইনিংসে করেছেন ৬২.২৫ গড়ে ৪৯৮ রান, স্ট্রাইক রেট ১৪৮.৬৫। 

এরপর গতকাল সোমবার পেশোয়ার জালমির খেলা শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘ওপেনার হিসেবে এখানে পারফর্ম করার জন্য কোনো চাপে ছিলাম না। ওই সময়ে পাকিস্তান দলের চাহিদা অমন ছিলো। আমি পাকিস্তানের জন্য করেছি। যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব তিন নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট ছিলাম না। যদিও আমি পাকিস্তানের জন্য করেছি।’ 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর