ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীলঙ্কার উড়ন্ত শুরুর পর তানজীমের আঘাত
অনলাইন ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সাগরিকার পাড়ে এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে বুধবার দুপুর আড়াইটায়। 

টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে’র শেষ ওভার পর্যন্ত দলটির দুই ওপেনার দারুণ খেলতে থাকেন। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে ফেরান তানজীম হাসান সাকিব। বল ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ৩৩ বলে ৩৩ রান করেন এই ব্যাটার। তার আউটে ভাঙে ৭১ রানের ওপেনিং জুটি। ক্রিজে নিসাঙ্কার সঙ্গী কুশল। পাওয়ার প্লে’তে দলটির সংগ্রহ ১ উইকেটে ৭১।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ: পথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস (ক্যাপ্টেন), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্ক ও লাহিরু কুমারা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর