ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব
অনলাইন ডেস্ক
তানজিম সাকিব (ফাইল ছবি)

তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

রবিবার চট্টগ্রামে অনুশীলন করতে গিয়ে চোট পান সাকিব। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। শুরুর তিনজনকেই সাজঘরে ফেরান বাংলাদেশের পেসার। ৪৪ রানের বিনিময়ে তিনি নেন আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা ও সাদেরা সামারাভিক্রমার উইকেট। ওই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ জিতে ৬ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে সাকিব পান এক উইকেট। যদিও দলের বাকিদের মধ্যে সবচেয়ে বেশি রান (৬৫) খরচ করেন তিনি। বাংলাদেশ ম্যাচটি হারে ৩ উইকেটে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর