ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা: সিরিজ নিষ্পত্তির ম্যাচ আজ
ক্রীড়া প্রতিবেদক
সংগৃহীত ছবি

প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ম্যাচটি জেতে সফরকারী দল। আজ সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি আবার সিরিজ মীমাংসার। অলিখিত ফাইনালও! যে দল জিতবে, সেই দলই সিরিজের ট্রফি আকাশপানে তুলবে। 

গাণিতিক হিসাবে আজ সেঞ্চুরিম্যানের দলই জিতবে! কে করবেন সেঞ্চুরি? সিরিজ মীমাংসার ম্যাচটি অনুষ্ঠিত হবে দিনের আলোয়। কতদিন পর ঘরের মাটিতে দিনের আলোয় ওয়ানডে খেলবে বাংলাদেশ? আগের দুইটি ম্যাচ ছিল দিবা-রাত্রির। রাতের কুয়াশায় বল ভিজে যেত। এই সুবিধায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে। 

আজ সে সম্ভাবনা নেই বললেই চলে। খেলা হবে কড়কড়া রোদে। দুই দলই সমান সুবিধা পাবে। সিরিজ নির্ধারণী ম্যাচে উইকেটে কি রান হবে, না বোলাররা শাসন করবেন? উইকেট কেমন হবে, জানতে রবিবার (১৭ মার্চ) খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখেছেন অধিনায়ক নাজমুল শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হন ড্যাসিং ব্যাটার লিটন দাস। প্রথম ওয়ানডেতে আবার ‘গোল্ডেন ডাক’। দ্বিতীয়টিতে খেলেছেন দুই বল। ছন্দ হারিয়ে ফেলায় গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেল আস্থা রাখেননি ডানহাতি ওপেনারের ওপর। বাদ দিয়েছেন তৃতীয় ওয়ানডেতে। 

সৌম্য সরকার ছাড়া দলে রয়েছেন আরও দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। সেজন্য নির্বাচক প্যানেল মিডল অর্ডারকে শক্তিশালী করতে দলভুক্ত করেছেন জাকের আলি অনিককে। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য তৃতীয় ওয়ানডের আগে দল থেকে ছিটকে পড়েছেন ডানহাতি পেসার তানজিদ সাকিব। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। 

প্রথম ওয়ানডেতে ৮.৪ ওভার বোলিংয়ের পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ে সাকিবের। ৪৪ রানের খরচে ৩ উইকেট নেন ওই ম্যাচে। মাঠে ফিরে একটি ক্যাচও নিয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডে খেলে ১০ ওভারে ৬৫ রানের খরচে এক উইকেট নেন। গতকাল অনুশীলনের সময় অস্বস্তি বোধ করেন। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশাঙ্কার বাংলাদেশ সফরও শেষ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে ওয়ানডে খেলছে ১৯৮৬ সাল থেকে। দুই দল এখন পর্যন্ত ৫৬টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশের ১১ জয়ের বিপরীতে দ্বীপরাষ্ট্রের জয় ৪৩। দুই দল এখন পর্যন্ত সিরিজ খেলেছে ১০টি। আগের ৯ সিরিজে বাংলাদেশ জিতেছে সর্বশেষটি। ২০২১ সালের ঘরের মাটিতে জিতেছিল ২-১ ব্যবধানে। ২০১৬ ও ২০১২ সালে সিরিজ দুটি ড্র হয় ১-১ ব্যবধানে। অবশিষ্ট ৬টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। 

আজ যে দল জিতবে, তারা সিরিজ জিতবে। প্রথম ওয়ানডে নাজমুল শান্তের অপরাজিত ১২২ রানের ভর করে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কা ৩ উইকেটে জিতে নেয় পাথুম নিশাঙ্কার ১১৪ রানে ভর করে। জয় এবং ইনজুরির জন্য নাজমুল বাহিনীর একাদশে আজ একাধিক পরিবর্তন আসতে পারে। তানজিম সাকিবের ছিটকে পড়ায় ফিরতে পারেন অভিজ্ঞ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনে সৌম্যর সঙ্গে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর