ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে নাহিদ রানা
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। তিনি সদ্য শেষ হওয়া বিপিএলে ১০ ম্যাচে ৭ উইকেট নেন। তবে গতিতে তিনি দৃষ্টি কাড়েন। তিনি ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে তুলেছিলেন।

২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক নাহিদের। ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি।

২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর