ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেস্টে অনেক রান এনে দেবে লিটন; আশা হাথুরুসিংহের
অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। টানা দুই ম্যাচে ডাক মেরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান তিনি। তবে টেস্টে লিটন দলের ভরসা অনেক দিন ধরে।

৬৮ ইনিংসের ক্যারিয়ারে ১৬ হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরি। ৩৬.২৭ গড়ে করেছেন ২৩৯৪ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টেস্টেও অপরাজিত ছিলেন ৬৬ রানে। ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্টে ভালো করবেন লিটন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এমন আশা করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আশা করছি, লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর