ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিরাজের কণ্ঠে শুধুই হতাশা!
অনলাইন ডেস্ক
মেহেদী হাসান মিরাজ (ফাইল ছবি)

৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের শট নিয়ে উঠেছে অনেক প্রশ্নও। দিনশেষে এসব আউটের ব্যাখ্যা চাইলে দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন কেবল হতাশার কথা।

তিনি বলেন, ‘এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে ব্যক্তিগতভাবে সে-ই আসলে বলতে পারবে তার পরিস্থিতি কী চলছে। ওই মুহুর্তে কী চিন্তা করছে। শেষের দিকে অবশ্যই এটা কঠিন। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। যেহেতু আমরা পেশাদার খেলোয়াড়।’

‘ব্যক্তিগতভাবে আমাদের যে আউটগুলো হয়েছে অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা চেষ্টা করব। মুমিনুল ভাই আছে, আমি আছি- আমরা যদি একটু রান করতে পারি আমাদের জন্য ভালো হবে। অবশ্য সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারই তো খারাপ লাগে।’

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের খাপছাড়া ভাব। ১৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ। এর তিন দিন পর নামে প্রথম টেস্টে। মাঝের এই অল্প বিরতিকে অন্যতম কারণ হিসেবে বলছেন মিরাজ।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট (ক্রিকেটাররা) কম গুরুত্ব দেয় এমন না। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে টেস্ট খেলার জন্য। আর যেটা বললেন, আমরা প্রস্তুতি বেশি নিতে পারিনি। কারণ টি-টোয়েন্টি ছিল, ওয়ানডে ছিল। তারপর দু'দিনের গ্যাপেই আমাদের টেস্ট খেলতে হয়েছে। হয়ত এটা একটা কারণ হতে পারে আমাদের জন্য।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর