ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
অনলাইন ডেস্ক

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি। 

সাবেক এই বাঁহাতি স্পিনার অনেক দিন ধরেই দেশের সেরা আম্পায়ার। আইসিসি আম্পায়ারদের ‘ইমার্জিং’ প্যানেলের ওপরের দিকে ছিলেন তিনি বেশ কিছু দিন ধরেই। যেটির মানে, এলিট প্যানেলের দুয়ারে কড়া নাড়ছিলেন তিনি। অবশেষে সেই দুয়ার তার জন্য খুলে গেল।

২০০৬ সাল থেকেই আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন সৈকত। ২০১০ সালের জানুয়ারিতে তার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু।

ছেলেদের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। নারী ক্রিকেটেও অনফিল্ড আম্পায়ার হিসেবে হয়েছে ১৩ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন তিনি।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর