ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হার্দিক-ক্রুনালের মামলায় গ্রেফতার সৎভাই
অনলাইন ডেস্ক
হার্দিক ও ক্রুনাল। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটের দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার করা প্রতারণার মামলায় তাদের সৎভাই বৈভব পান্ডিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, হার্দিকদের সৎ ভাই বৈভব পান্ডিয়া অংশীদারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪.৩ কোটি রুপি আত্মসাৎ করেছেন। যার ফলে হার্দিক ও ক্রুনালের বড় ক্ষতি হয়েছে।  

২০২১ সালে তিন ভাই মিলে যৌথভাবে একটি পলিমার ব্যবসা স্থাপন করেছিলেন। অংশীদারিত্বের শর্ত ছিল যে, হার্দিক- ক্রুনাল ৪০ শতাংশ করে মূলধন জোগান দেবেন এবং তার সৎ ভাই ২০ শতাংশ মূলধন দেবেন। সেই সঙ্গে প্রতিদিনের কাজ পরিচালনা করবেন। একই অনুপাতেই লাভ বণ্টন করা হবে।

কিন্তু বৈভব একই ব্যবসা করার জন্য অন্য একটি সংস্থা গড়ে তোলেন এবং হার্দিক ও ক্রুনালকে না জানিয়ে অংশীদারিত্বের চুক্তি লঙ্ঘন করে।

এতে মূল অংশীদারিত্বের লাভ কমে যায়, যার ফলে ৩ কোটি রুপির ক্ষতি হয়।  সৎভাই গোপনে তার নিজের লাভ ২০ শতাংস থেকে বাড়িয়ে ৩৩.৩ শতাংস করেছেন।

বৈভব পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করে নিজের অ্যাকাউন্টে চালান করেছেন। আর এতেই চটেছেন হার্দিক এবং ক্রুনাল।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর