ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এখনো পার্পল ক্যাপের দৌড়ে আছেন মুস্তাফিজ
অনলাইন ডেস্ক

আইপিএলের এক মাস পার হয়ে গেছে। পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে উঠে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা। আটটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৩টি উইকেট। এ বারের আইপিএলে এই ক্যাপের জেতার দৌড়ে আর কারা প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন দেখে নেওয়া যাক।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চহাল। আটটি ম্যাচ খেলে তিনিও ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি বেশি রান খরচ করায় চাহাল রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছেন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তিনিও আটটি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান খরচের নিরিখে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। তিনি ছয়টি ম্যাচ খেলে নিয়েছেন ১২টি উইকেট। পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। তারও ছয়টি ম্যাচ খেলে সংগ্রহে ১২টি উইকেট। ওভার প্রতি বেশি রান দেওয়ায় কুলদীপের পরে রয়েছেন।

এই দৌড়ে প্রথম পাঁচে কোনো বিদেশি বোলার না থাকলেও। এই ক্যাপের দৌড়ে ষষ্ঠ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার সাতটি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন। সপ্তম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েৎজে। তিনিও ১২টি উইকেট নিয়েছেন আটটি ম্যাচ খেলে। ওভার প্রতি রান দেওয়ার নিরিখে ক্রমতালিকায় জায়গা পেয়েছেন তারা। অষ্টম স্থানে চেন্নাইয়ের আর এক বিদেশি বোলার মাতিশা পাতিরানা। পাঁচটি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১১টি উইকেট। পাঞ্জাব কিংসের সাম কারেনও ১১টি উইকেট নিয়েছেন আটটি ম্যাচ খেলে। ওভার প্রতি বেশি রান দেওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন নবম স্থানে। বেগুনি টুপির দৌড়ে দশম স্থানে রয়েছেন পাঞ্জাবের আরেক বিদেশি বোলার। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আটটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর