ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তান। ইতোমধ্যেই এ আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে আয়োজক দেশ পাকিস্তান। ভারতকে রেখেই খসড়া সূচি চূড়ান্ত করে আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

টুর্নামেন্টের জন্য তিনটি ভেন্যুও বেছে নিয়েছে তারা। সেই তিন ভেন্যু হলো- লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। 

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসর অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই টুর্নামেন্টটিই বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তানও সফর করে। ৮ দলের এই টুর্নামেন্টটি হতে পারে ১৪ দিন ব্যাপী। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠানো হয়েছে।আমরা সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি। আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল। তারা আমাদের প্রস্তুতি দেখেছে এবং স্টেডিয়ামের উন্নতি নিয়ে কথা বলেছে। আমরা সর্বদা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর