ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব
অনলাইন ডেস্ক

দীর্ঘ পাঁচ বছর পর যেকোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে সুপার লিগ পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নামা সাকিব। তার ১০৭ রানের ইনিংসের পরও গাজী গ্রুপের কাছে ২ উইকেটে হেরেছে শেখ জামাল। ১২৫ রানের ইনিংস খেলে গাজীর জয়ে অবদান রাখেন মাহফুজুর রাব্বি। 

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জাামল। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান করেন সাকিব।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ইনিংসের পর গত পাঁচ বছরে ১৯৯ ইনিংসে ৩৩ বার হাফ-সেঞ্চুরির দেখা পেলেও তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। 

ঢাকা লিগে এবারই প্রথম সেঞ্চুরি করলেন সাকিব। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯টি সেঞ্চুরির সবগুলোই আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন তিনি।

২৮১ রানের টার্গেট ২ বল বাকী রেখে জয়ের রান স্পর্শ করে গাজী গ্রুপ। দলের পক্ষে ১১৮ বলে ৩টি চার ও ১২টি ছক্কায় ১২৫ রান করেন রাব্বি। 

শেখ জামালের আরিফ আহমেদ ৪টি উইকেট নেন। ১০ ওভারে ৪৭ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর