ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইপিএলের প্লে-অফে উঠতে কী কী করতে হবে কোহলিদের?
অনলাইন ডেস্ক

আইপিএলের প্রথম দিকে পর পর ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শেষ চারটি ম্যাচ জিতে এখন তারা লিগে সপ্তম স্থানে। প্লে-অফে যাওয়ার রাস্তা এখনও খোলা রয়েছে বিরাট কোহলিদের। কিন্তু পথ সহজ নয়। অনেকগুলো ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বেঙ্গালুরুর প্লে-অফে ওঠা।

এদিকে, শেষ হতে চলেছে আইপিএলের প্রথম পর্ব। এরপরই গড়াবে প্লে অফ। তার আগে লিগ পর্বের শেষ প্রান্তে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিল। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কোলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

বাকি দুই স্থানের জন্য সবার আগে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়। এরপর আছে- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। এই তিন দলেরই পয়েন্ট ১২ করে।

শেষ চারের দুটি নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। এই দুদলের পয়েন্ট ১০ করে। আপাতপক্ষে বিদায়ের ঘণ্টা বেজে গেলেও এখনও আছে কিছুটা সম্ভাবনা। তবে, সেটা প্রচণ্ড কঠিন। এক নজরে দেখে নেওয়া যাক শেষ চারে যেতে হলে কোন সমীকরণ মেলাতে হবে কোহলিদের। 

১. বেঙ্গালুরুর প্লে-অফে ওঠার জন্য প্রথমত নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। শেষ দু’টি ম্যাচের মধ্যে একটিতে হারলেই প্লে-অফের আশা শেষ হয়ে যাবে বিরাটদের। একই সমীকরণ গুজরাটের জন্যও। তবে, নেট রানরেটে অনেক পিছিয়ে যাওয়াতে অনেকটা বিদায়ের পথেই গুজরাট।

২. বেঙ্গালুরুকে শেষ চারে যেতে হলে চেন্নাইকে হারাতে হবে কোহলিদের। চেন্নাইয়ের ম্যাচ বাকি রাজস্থান রয়্যালস এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে। বিরাটদের কাছে সুযোগ রয়েছে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে ওঠার। তার আগে রাজস্থানের বিরুদ্ধে চেন্নাই হেরে গেলে বেঙ্গালুরুর রাস্তা কিছুটা সহজ হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নিয়েও ভাবতে হবে না বেঙ্গালুরুকে।

৩. প্লে-অফের দৌড়ে রয়েছে লখনৌ সুপার জায়ান্টসও। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১২। বাকি দুই ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেলে তারাও যেতে পারে শেষ চারে। তাই তাদেরও হারতে হবে। বাকি দুই ম্যাচ তারা খেলবে দিল্লি ও মুম্বাইয়ের বিপক্ষে। এর মধ্যে একটিতে হারলেও রাস্তা সহজ হবে বিরাটদের।

৪. একই কথা দিল্লিকে নিয়েও। তাদের পয়েন্টও ১২। বাকি দুই ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে যেতে পারে তারাও। তাই দিল্লিকে হারাতেই হবে বেঙ্গালুরুকে। তাহলেই কোহলিদের কপাল খুলবে।  

৫. শেষ চারের সুযোগ থাকার পাশাপাশি কপাল ভালো থাকলে তিনেও যেতে পারে বেঙ্গালুরু। যদি সানরাইজার্স তাদের বাকি সব ম্যাচে হারে, আর বেঙ্গালুরু সবগুলো বড় ব্যবধানে জিতে তাহলে নেট রান রেটে এগিয়ে থাকলে সুযোগ থাকবে তিনে থেকে শেষ চারে খেলা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর