ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন
অনলাইন ডেস্ক

ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই বিদায় নেবেন তিনি। 

এক ইন্সটাগ্রাম বার্তায় তিনি বলেছেন, চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলার কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, শৈশব থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন। অ্যান্ডারসনের মতে ক্রিকেটকে বিদায় জানানোর এখনই তার উপযুক্ত সময়।

নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, এবার তিনি গলফে আরো বেশি সময় দিতে পারবেন।

৪১ বছর বয়সী এই পেসার টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন। ইতিহাসের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেন অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যান্ডারসনের ওপরে এখনো আছেন আরও দুজন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপর আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর