ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে পারছেন না তাসকিন, বিকল্প কে?
অনলাইন ডেস্ক

চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ খেলতে পারছে না টাইগার পেস ইউনিটের অন্যতম মুখ তাসকিন আহমেদ। শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তিনি।

তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। 

তবে এটা নিশ্চিত যে, ২১ মে থেকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তার জায়গায় বিকল্প হিসেবে পেসার হাসান মাহমুদকে ভাবা হচ্ছে।

১৫ মে দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে দেশটির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। 

বিসিবির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এই সিরিজের আগে তাসকিনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাসকিনও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানেই তার চিকিৎসা চলবে। 

তাসকিনকে দলে পেতে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত  অপেক্ষা করবে টাইগার টিম ম্যানেজমেন্ট। আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর