ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টিতে কোহলিকে টপকে বাবরের অনন্য রেকর্ড
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি ও বাবর আজম। ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে ছাপিয়ে অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। টি-টোয়েন্টিতে ৩৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর। এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এতেই বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি। 

আইরিশদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ার আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার কোহলি। তবে সিরিজের প্রথম ম্যাচের ফিফটি হাঁকিয়ে কোহলির রেকর্ডে ভাগ বসান বাবর।

টি-টোয়েন্টিতে বাবর গতকাল ৩৯তম ফিফটি পেয়েছেন। বাবর ইনিংস খেলেছেন ১১০টি। ৩৮ ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন ১০৯টি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর