ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিটন-শান্তকে প্রশংসায় ভাসালেন হাথুরুসিংহে
অনলাইন ডেস্ক

লিটন দাসের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে রেখে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক প্যানেল। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও প্রধান কোচের বিচক্ষণতা নিয়েও প্রশ্ন উঠেছে।  এমনকি খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফর্মে নেই। তার অধিনায়কত্বের সামর্থ্যও প্রশ্নবিদ্ধ।

তবে বিসিবির প্রকাশির এক ভিডিওতে লিটনকে প্রশংসায় ভাসালেন টাইগারদের প্রধান কোচ। চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।’

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ১, ২৩ ও ১২ রান করে একাদশ থেকেই ছিটকে যান লিটন। এমন পারফরম্যান্সের পরও তাকে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে বাংলাদেশ।

হাথুরুসিংহে শান্তরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর