ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাঠে ফেরার অপেক্ষা বাড়লো ইংলিশ পেসার টংয়ের
অনলাইন ডেস্ক
জশ টং

ঘরের মাঠে গ্রীষ্মের শুরুতেও জশ টংকে পাবে না ইংল্যান্ড। চোটাক্রান্ত জায়গায় নতুন করে ব্যথা পেয়েছেন তিনি। এতে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন এই পেসার।

বুকের মাংসপেশির চোটে গত অগাস্ট থেকে মাঠের বাইরে আছেন টং। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সফরে খেলতে পারেননি তিনি। একই জায়গায় আবার চোট পেয়ে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ২৬ বছর বয়সী এই পেসারের।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “আগের চোটের জায়গায় নতুন করে ব্যথা পেয়েছে জশ। কবে সে মাঠে ফিরবে, তার কোনো সময়সীমা নেই।”

গত বছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় টংয়ের। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান তিনি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে তাকে একাদশে রাখে ইংল্যান্ড। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ওই দুটি ম্যাচই খেলেছেন তিনি।

আগামী জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন জেমস অ্যান্ডারসন। ফাঁকা সেই জায়গা পূরণের দৌড়ে থাকাদের মধ্যে ছিলেন টংও। কিন্তু আপাতত তাকে থাকতে হবে মাঠের বাইরে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর