ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরিজ বাঁচাতে টাইগারদের দরকার ১৪৫ রান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে যুক্তরাষ্ট্র। তাই সিরিজ বাঁচাতে টাইগারদের প্রয়োজন ১৪৫ রান।

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে সতর্কভাবে ব্যাটিং করতে থাকে যুক্তরাষ্ট্র। ভালো শুরুও পায় দলটি। তবে সপ্তম ওভারে দলীয় ৪৪ রানে ওপেনিং জুটি ভাঙেন রিশাদ হোসেন। স্টিভেন টেইলরকে ৩১ রানে ফেরান তিনি।

পরের বলে আবারও যুক্তরাষ্ট্র শিবিরে আঘাত হানেন রিশাদ। এবার আন্দ্রিস গাউসকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যুক্তরাষ্ট্র। তবে প্যাটেল ও অ্যারন জোন্সের ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ওঠে দলটি। যদিও প্যাটেল ৪২ রান ও অ্যারন জোন্স ৩৫ রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১৪৪ রান তোলে।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট পেয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর